সুন্নতি লাঠি বা নিষ্পাপ লাঠি .....
লিখেছেন লিখেছেন রাফসান ০৪ মে, ২০১৩, ০২:২৩:১৫ রাত
গতকাল রাতে এনটিভির টকশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা উবায়দুর রহমান....তাকে সঞ্চালক প্রশ্ন করলেন....আপনাদের আন্দোলনে কোন নতুন মাত্রা থাকবে কিনা?
উবায়দুর রহমান : হ্যাঁ, আল্লামা শফি ৬ তারিখে তাসবি, জায়নামাজ আর চিড়ামুড়ি সঙ্গে আনতে বলেছিলেন এবার শুধু যোগ হবে সুন্নতি লাঠি বা নিষ্পাপ লাঠি .....
সঞ্চালক : সুন্নতি লাঠি আবার কেমন?
উবায়দুর : যে লাঠি আত্নরক্ষায় ব্যবহৃত হয়, যে লাঠি কৃষকের লাঠি, যে লাঠি মুক্তিযুদ্ধের চেতনার লাঠি, যে লাঠি দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি....
সঞ্চালক : নিষ্পাপ লাঠি...?
উবায়দুর : যে লাঠি দিয়ে পাপীদের সোজা করা হয় সে লাঠি....
ইসলামবিদ্বেষী নাস্তিকরা সোজা হয়ে যা....হেফাজত এবার তোদের স্টাইল রপ্ত করেছে.....তোরা করেছিস প্রতীকি লাঠি মিছিল আর এখন হেফাজত নিয়ে আসছে সুন্নতি লাঠি.....দেখা যাক মুক্তিযুদ্ধের সমর সময়ে কে জিতে কে হারে...?
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন